নেপিয়ারের অস্থিঃ( Napier's Bones)
|
Napier's bones |
Napier's Bones--নেপিয়ারের অস্থিঃ
স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার (John Napier) ১৬১৪ সালে লগারিদম (Logarithm) এর উদ্ভাবন করেন । এই আবিস্কার গুণ,ভাগ,বর্গ,বর্গমূল,ঘনমূল নিরুপনের কাজ অনেক সহজ করে দেয় । লগারিদমভিত্তিক হিসাবকার্যের জন্য নেপিয়া যে সংখ্যাচিহ্নিত দন্ডগুলো ব্যবহার করেছিলেন সেগুলো নেপিয়ার অস্থি বা দন্ড (Napier's bones or rods) নামে পরিচিত ।
No comments