Md Sanuwar Hossan Himel

Md Sanuwar Hossan Himel
Admin Profile Picture

ক্যালকুলেটর কী ? ক্যালকুলেটর বলতে কী বুঝ ? ক্যালকুলেটরের ইতিহাস (What is calculator ? )

ক্যালকুলেটর কী ? ক্যালকুলেটর বলতে কী বুঝ ? ক্যালকুলেটরের ইতিহাস (What is calculator ? )






উত্তরঃ প্রাচীন  রোমে গণনার জন্য নুড়ি ব্যবহার হত । রোমান ভাষায় নুড়িকে বলা হয় ক্যালকুলি । ক্যালকুলি শব্দ থেকেই ক্যালকুলেট শব্দের উৎপত্তি । ১৬৭১ সালে জার্মান গণিতবিদ গটফ্রাইড ভন লিবনিজ সিলিন্ডারআকৃতি বিশিস্ট গিয়ার ব্যবহার করে একটি যান্ত্রিক ক্যালকুলেটর তৈরী করে । এটি বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর । ( Stepped Reckoner) নামে পরিচিত এই হিসাব যন্ত্রটির সাহায্যে পৌনঃপুনিক যোগ,গুণ,ভাগ করা যেত । ১৮২০ সালে ফ্রান্সের টমাস দ্য কলমার লিবনিজের যন্ত্রের অনুরূপ 'টমাস এরিোমিটার' নামক যন্ত্র তৈরী করেন । এটি ছিল সর্বপ্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটর ।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.