Md Sanuwar Hossan Himel

Md Sanuwar Hossan Himel
Admin Profile Picture

সঠিক নিয়মে এক নিমিষেই উইন্ডোজ ১১ অটো আপডেট বন্ধ করুন | Turn off Windows 11 Auto Update in an instant with the right rules 2022

 সঠিক নিয়মে এক নিমিষেই উইন্ডোজ ১১ অটো আপডেট বন্ধ করুন  | Turn off Windows 11 Auto Update in an instant with the right rules 2022





 প্রতি মাসে উইন্ডোজ ১১ তে দরকার অনুযায়ী মেইন্টেনেন্স ও সিকিউরিটি আপডেট আসে। এইসব আপডেট আসে মূলত সিস্টেমের দুর্বলতার সমাধান করা, বাগ ফিক্স করা  এবং সর্বোপরি পারফরম্যান্স বাড়িয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক আপডেটগুলো ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তবে  যারা মোবাইল হটস্পট  ব্যবহার করে পিসিতে ইন্টারনেট  ব্যবহার করে। তাদের এই সীমিত ডাটা দ্বারা উইন্ডোজ আপডেট এর ফাইলগুলি ডাউনলোড করে তা ইনস্টল করা অনেক ব্যয়বহুল।

এই আপডেটগুলো মাঝে মাঝে নতুন নতুন ফিচার নিয়ে এসে থাকে। অনেকের কাছে আবার এই আপডেটের সিস্টেমটি অনেকটা বিরক্তিকর হয়ে থাকে। আপডেটের পর আবার ডিভাইস বা কম্পিউটার রিস্টার্ট করা যা ব্যবহারকারীর কাছে অনেকটা বিরক্তিকর এবং রানিং কাজে বাধা সৃষ্টি করে থাকে।অনেক সময় আবার এমন হয় যে আগের বাগস (Bugs) ফিক্স করা হলেও নতুন কোন না কোন সমস্যা সম্মুখীন হতে হয়। অনেকদেখা যায় ফিচার ও অ্যাপ ঠিক মত কাজ করে না।

 ইতিমধ্যে  আপনি যদি উইন্ডোজ ১১ ভার্সন নিয়ে খুশি থাকেন, কিন্তু এর আপডেট নিয়ে অসুন্তুষ্ট থাকেন তাহলে উইন্ডোজ ১১ এর অটোমেটিক আপডেটটি  বন্ধ করতে পারেন খুব সহজে । এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে উইন্ডোজ ১১ এর অটোমেটিক আপডেট বন্ধ করা যাই। প্রথমে  আমরা উইন্ডোজ সেটিংস, উইন্ডোজ সার্ভিস, রেজিস্ট্রি এডিট  ইত্যাদি অপশন ব্যবহার করে কিভাবে উইন্ডোজ ১১ এর অটো আপডেট বন্ধ করার যায় তার নিয়ম সম্পর্কে জানবো।
সেটিংস থেকে কিভাবে উইন্ডোজ ১১ অটোমেটিক আপডেট বন্ধ করতে হয় তার নিয়ম
সেটিংস থেকে আপনি  খুব সহজেই উইন্ডোজ ১১ এর অটো আপডেট বন্ধ করতে পারবেন, কিন্তু এটি সম্পূর্ণ অস্থায়ী  অর্থাৎ টেম্পোরারি প্রক্রিয়া । তবে অন্য প্রক্রিয়া অনুসরণের করে আপনি আপাতত উইন্ডোজ ১১ এর স্বয়ংক্রিয় আপডেট বন্ধ রাখতে পারেন। সেটিংস থেকে উইন্ডোজ ১১ আপডেট বন্ধ করার নিয়ম 
* প্রথমে আপনার কম্পিউটারের সেটিংসে প্রবেশ করুন
* এরপর লেফট প্যানেল থেকে Windows Update অপশনটি সিলেক্ট করুন
* More Updates এর নিচে আপনি  Pause Updates নামে একটি অপশন দেখতে পাবেন
এখানে Pause for 1 week লেখা থাকবে এই বাটনে ক্লিক করুন
এই প্রক্রিয়ায় আপাতত ৭ দিনের জন্য আপনার উইন্ডোজ ১১ এর সকল আপডেট বন্ধ থাকবে, এরপর আবার ৭ দিন পর পুনরায় অটোমেটিক আপডেট চালু হয়ে যাবে। অর্থাৎ এই প্রক্রিয়ায় আপনি আপডেট বন্ধ করে রাখতে পারেন। তবে ৭ দি পর পর আপনাকে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। আপনি যদি অটোমেটিক আপডেটটি দীর্ঘস্থায়ীভাবে বন্ধ করতে চান ,  অন্য উপায়টি আপনি অনুসরণ করতে পারেন।
উইন্ডোজ সার্ভিস থেকে কিভাবে উইন্ডোজ ১১ এর  অটোমেটিক আপডেট বন্ধ করার যায় তার নিয়ম নিচে দেওয়া হলঃ 
উইন্ডোজ সার্ভিস থেকেও উইন্ডোজ ১১ এর সকল আপডেট বন্ধ করে  রাখা যায়। উইন্ডোজ ১১ এর আপডেট বন্ধ করার নিয়মঃ 




Windows Key + R Key বাটন  একসাথে চাপ দিলে Run প্রোগ্রাম চালু হবে.
Run প্রোগ্রাম এ Services.msg লিখে Enter চাপুন
Services (Local) উইন্ডোটি ওপেন হইল এর মধ্যে থেকে নিচের দিকে স্ক্রল করে Windows Update অপশনটি খুঁজে বের করুন ও ডাবল ক্লিক করুন। 




General ট্যাবে Startup type এর পাশে থাকা ড্রপ ডাউনে ক্লিক করে Disabled সিলেক্ট করুন। 




এরপর Apply অপশনে ক্লিক করুন ও Ok বাটন চেপে সেভ করুন। 
এরপর দেখবেন উইন্ডোজ ১১ এর সকল আপডেট অফ হয়ে যাবে, তবে আপনি চাইলে আবার সেটিংস এর মাধ্যমে ম্যানুয়ালী আপডেট করতে পারেন। আপডেট আবার চালু করতে চাইলে উল্লেখিত প্রক্রিয়ায় মাধ্যমে আবার আপনাকে  General ট্যাবে Startup type এর পাশে থাকা ড্রপ ডাউনে ক্লিক করে Manual বা Automatic সিলেক্ট করুন।এরপর Apply অপশনে ক্লিক করুন ও Ok বাটন চেপে সেভ করুন। 
কানেকশন সেটিংস চেঞ্জ করে উইন্ডোজ ১১ এর অটোমেটিক আপডেট অফ করার উপায় 
উইন্ডোজ নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংসে আপনারা যদি কোন ওয়াইফাই নেটওয়ার্ক বা ইন্টারনেট নেটওয়ার্ককে “মিটারড কানেকশন” হিসেবে সেট করেন তখন পিসিতে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ লিমিটেড হয়ে যায়। কেন না তখন উইন্ডোজ ধরে নেয় যে উক্ত নেটওয়ার্কের মাধ্যমে সীমিত পরিমাণ ডাটা বা ব্রান্ডউইথ প্ল্যান ব্যবহৃত হচ্ছে। তাই এই সেটিং চালু করলে উইন্ডোজ ১১ এর অটোমেটিক আপডেট বন্ধ হয়ে থাকে।  


মিটারড কানেকশন সেট করার নিয়মঃ 
কম্পিউটারের Settings অপসন ওপেন করুন ও Network & Internet অপশনটি  সিলেক্ট করুন। 
পেজের টপে বা উপরে অবস্থিত আপনার ব্যবহৃত নেটওয়ার্ক এর Properties অপশনে ক্লিক করুন। 
Metered connectionn এর পাশে থাকা টোগল অপশনটি  অন করে দিন। 




এরপর লেফট প্যানেলে থাকা Windows Update এই অপশনে ক্লিক করুন। 
এরপর Advanced options এটি সিলেক্ট করুন

Download updates over metered connections এর পাশে থাকা টোগল অপশনটি  অফ করে দিন। 
মিটারড কানেকশনে লিমিট সেট করা না থাকলে।  সেক্ষেত্রে আপনার সাধারণত ব্যবহারে কোনো সমস্যা হবে না। তবে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড প্রসেস কাজ নাও করতে পারে, যা আপনার খেয়াল রাখা উচিত।
রেজিস্ট্রি থেকে উইন্ডোজ ১১ এর  অটোমেটিক আপডেট অফ করার উপায় 
উইন্ডোজ রেজিস্ট্রি থেকে উইন্ডোজ ১১ এর সকল আপডেট অফ করা যায়। এই প্রক্রিয়াটি কার্যকরী ও পাশাপাশি যথেষ্ট ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া । তাই খুব সাবধানতার সাথে নির্দেশনাগুলি  অনুসরণ করুন। রেজিস্ট্রি এডিটর ব্যবহার করে উইন্ডোজ ১১ এর সকল আপডেট বন্ধ করতেঃ
Windows Key + R Key একসাথে প্রেস করে Run অপশনটি চালু করুন
এরপর Run অপশনে regedit লিখে এন্টার প্রেস করুন
প্রদর্শিত পপ-আপে Yes অপশনে ক্লিক করুন। 
দেখবেন আপনার সামনে একটি উইন্ডো আসবে।  এখন থেকে আপনি প্রথমে 
HKEY_LOCAL_MACHINE ক্লিক করুন। এরপর SOFTWARE  এরপর 
 Policies এরপর  Microsoft এরপর Windows এরপর 
 WindowsUpdate এরপর AU 
অথবা পপ-আপে আসা উইন্ডোটির ফোল্ডার বারে নিচের দেওয়া লোকেশন এডড্রেসটিতেHKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows\WindowsUpdate\AU লিখে এন্টার প্রেস চাপুন। 
স্ক্রিনের খালি স্পেসে কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং প্রথমে New অপশনটি ক্লিক করুন , তারপর DWORD (32bit) Value সিলেক্ট করুন। 






এবং নাম লেখার অপশনে NoAutoUpdate নাম দিয়ে এন্টার চাপুন। 
এরপর আপনার তৈরী করা নতুন ভ্যালু তে ডাবল ক্লিক করে Value Data 1 সেট করুন। 




OK বাটন প্রেস করে সেভ করুন। 

উল্লেখিত সকল প্রক্রিয়া অনুসরণ করে আপনি উইন্ডোজ ১১ এর অটোমেটিক সকল আপডেট অফ করতে পারেন । তবে আপনার প্রয়োজন হলে আবার একই প্রক্রিয়াতে পরিবর্তন এনে অটোমেটিক আপডেট  চালু করতে পারবেন।  রেজিস্ট্রি মেথড নিয়ম  অনুসরণ করে যদি অটোমেটিক আপডেট বন্ধ করে থাকলে তাহলে তা আপনার দেওয়া নামটি  WindowsUpdate কি ডিলিট করে পিসি রিস্টার্ট দিলে অটো আপডেট আবার চালু হয়ে যাবে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.