সবার জানা উচিত সেরা কিছু ওয়েবসাইট সম্পর্কে ||পার্ট -০২ (Some of the best websites for everyone 2022 | Part-02 )
সবার জানা উচিত সেরা কিছু ওয়েবসাইট সম্পর্কে ||পার্ট -০২
(Some of the best websites for everyone 2022 | Part-02 )
নিনাইট
আমরা কম্পিউটারে নতুন উইন্ডোজ ইন্সটল করার পর কম্পিউটারে বিভিন্ন ধরণের সফটওয়্যার ইন্সটল করতে হয়। ninite.com ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আমরা হোমপেজে অনেকগুলো জনপ্রিয় অ্যাপ দেখতে পারবো, যেখান থেকে পছন্দের সফটওয়্যার গুলো সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলে নিনাইট থেকে একটি ইন্সটলার প্যাকেজ সফটওয়্যার ডাউনলোড হবে। উক্ত প্যাকেজ সফটওয়্যারটি ব্যবহার করে আপনার সিলেক্ট করা সকল সফটওয়্যার গুলি মাত্র একটি ক্লিকে ইন্সটল করা যাবে।
লুসিডচার্ট
লুসিডচার্ট মূলত একটি সহজ কার্যকরী ডায়াগ্রাম ও চার্ট তৈরী করার ওয়েবসাইট। lucidchart.com ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি যেকোনো ধরনের ডাটাকে ডায়াগ্রামে অথবা চার্ট পরিণত করতে পারবেন ।এই ওয়েবসাইটটির দ্বারা ফ্লোচার্ট, টাস্ক ফ্লোস ও ওয়্যারফ্রেম তৈরী করা যায়
ইট দিস মাচ
এটি একটি অটোমেটিক ডায়েট প্ল্যানার তৈরী করার ওয়েবসাইট। আপনি দিনে কত ক্যালরি খাবার খেতে চান এবং দিনে কয়টি মিল গ্রহণ করতে চান। তা এই ওয়েবসাইটে গিয়ে এন্টার করলে আপনার জন্য একটি ডায়েট প্ল্যান তৈরী করে দিবে eatthismuch.com । এছাড়াও আপনি এখন থেকে বিভিন্ন ধরনের ডায়েট ক্যাটাগরি সিলেক্ট করে আপনার পছন্দের ডায়েট প্ল্যানটি বেছে নিতে পারেন।
ফাস্ট ডট কম
আমরা যেকোন ইন্টারনেরের কানেকশনের স্পিড কত আছে তা জানতে চাই। কিন্তু আই.এস.পি কোম্পানি আমাদের বিভিন্ন সময় আমাদের প্যাকেজ অনুযায়ী ইন্টারনেট কানেকশন দেয়না। সেই ক্ষেত্রে আমরা এই Fast.com ওয়েবসাইটটির মাধ্যমে আমাদের ইন্টারনেরের কানেকশনের স্পিড জানতে পারি। তবে এটি বিভিন্ন সময় ইন্টারনেরের কানেকশনের স্পিড বেশি দেখায়। ওয়েবসাইটটির ভিতরে ঢুকে গো বাটনে ক্লিক করলে করলেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইন্টারনেট স্পিড সম্পর্কে জানতে পারবেন।
স্মল পিডিএফ
আপনার প্রয়োজনীয় ফাইলটি যদি পিডিএফ করতে চান, তাও আবার আপনার পিসি বা কম্পিউটের কোন সফটওয়্যার ইন্সটল ছাড়ায়, তাহেল এই smallpdf.com পিডিএফ এডিট ওয়েবসাইটি থেকে ঘুরে আসতে পারেন। খুব সহজে আপনি যে কোন ফাইলকে পিডিএফ এ পরিণত করা বা পিডিএফ ফাইলকে অন্য যে কোন ফরম্যাটে নিয়ে কাজ করা যায় ।
ফটোপি
ফটোশপ ইন্সটল না করে যদি অনলাইনের মাধ্যমে ফটোশপ ব্যবহার করতে চান ? তাহলে আপনার জন্য photopea.com ওয়েবসাইটটি । ফটোশপ এর কাজ গুলি আপনি অনায়াসে এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে করতে পারেন। photopea.com ওয়েবসাইটটি হুবহু ফটোশপ এর মত ও প্রায় সকল ফটোশপ টুল এর কাজ এখানে করতে পারেন।
ক্যানভা
গ্রাফিক ডিজাইন যদি আপনার পছন্দের একটি পেশন হয়। তাহলে আপনি ইতিমধ্যে ক্যানভা সম্পর্কে জেনে থাকবেন। ক্যানভা মূলত একটি অনলাইন গ্রাফিক ডিজাইনিং টুল প্রদান করি ওয়েবসাইট। যা ব্যবহার করে আপনি লোগো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যেকোন প্রয়োজনীয় ইমেজ তৈরী এবং যেকোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন । এটি আপনি পিসি বা ল্যাপটপ ব্রাউজারে ও মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারেন ।
রিভার্স ইমেজ সার্চ
গুগলে আমরা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের নাম লিখে সার্চ করে থাকি। কিন্তু তা যদি আমরা ইমেজ দ্বারা গুগল ব্যবহার করে সার্চ করা যায়, সে বিষয়ে জানেন কি? এই গুগল রিভার্স ইমেজ সার্চ এর বিষয়টি খুব সহজেএই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এটি মূলত গুগল এর রিভার্স ইমেজ সার্চকে আরো সহযে বের করতে সাহায্য করে। www.labnol.org/reverse ভিজিট করুন।
পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।
No comments