হোয়াটসঅ্যাপ এর ডিলিট করা মেসেজ গুলি ফিরিয়ে আনার পদ্ধতি | How to recover deleted messages from WhatsApp
হোয়াটসঅ্যাপ এর ডিলিট করা মেসেজ গুলি ফিরিয়ে আনার পদ্ধতি
বিশ্বব্যাপী জনপ্রিয় হোয়াটসঅ্যাপ এপপ্সের মাধ্যমে আমরা বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে কানেক্টেড হয়ে থাকি । হোয়াটসঅ্যাপ এপপ্সের মাধ্যমে আমরা অত্যাধিক নিরাপত্তা সাথে তথ্য আদান-প্রদান বা চ্যাট করতে পারি। এটি একটি শক্তিশালী এনক্রিপশন ফিচারযুক্ত সোশ্যাল মিডিয়া ।
যদি আমরা কোন কারণে ফোন থেকে হোয়াটসঅ্যাপ এপপ্স ডিলিট করে দেই, তাহলে উক্ত চ্যাট করা টেক্সট বা তথ্য চলে যায়।কারণ হোয়াটসঅ্যাপ এর চ্যাট করার ব্যবস্থা ফেসবুক বা ইন্সটাগ্রাম এর মত কোম্পানির নিজস্ব কোন সার্ভারে জমা থাকে না। যার ফলে হোয়াটসঅ্যাপ এ চ্যাট করা মেসেজ গুলি হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে।
এখন প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে কিভাবে হোয়াটসঅ্যাপ এর রিমুভ করা মেসেজ গুলি কি করলে ফিরে পাওয়া যায় ? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়া মেসেজ গুলি ফিরিয়ে আনা সম্ভব। তবে এক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য আছে । এই পুরো বিষয়টি জানতে হলে আপনাকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুতে হবে। তাহলে জানা যাক, আমরা কিভাবে হোয়াটসঅ্যাপ এর ডিলেট হওয়া মেসেজ গুলি ফিরিয়ে আনতে পারি ।
হোয়াটসঅ্যাপ এর ডিলিট করা মেসেজ গুলি ফিরিয়ে আনার পদ্ধতি
যদি ,আপনি নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাহলে ভুল করে হলেও আপনি মেসেজ ডিলেট করার সমস্যায় পড়েছেন। এই ডিলিট হয় মেসেজ গুলি হতে পারে আপনার বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো মজার বা গুরুত্বপূর্ণ টেক্সট অথবা কোন কনটাক্ট ইনফরমেশন।
হোয়াটসঅ্যাপে ডিলেট করা মেসেজ গুলি সরাসরি ফিরিয়ে আনার ফিচার নেই।
তবে কিছু পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে ডিলেট হওয়া মেসেজ গুলি ফিরিয়ে আনতে পারেন। তবে এই মেসেজ রিকভারি পদ্ধতি কাজ করবে কিনা তা উক্ত ডিভাইসের উপর নির্ভর করে । কারণ অ্যান্ড্রয়েড এর জন্য যে উপায় কাজ করে, তা আইফোনে আবার কাজ নাও করতে পারে।
তবে প্রথমে জানা যাক অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিলিট হওয়া মেসেজ কিভাবে ফিরিয়ে আনা যায়।
অ্যান্ড্রয়েড
বর্তমানের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো অনেক স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্বেও হোয়াটসঅ্যাপ এর ডাটা বা মেসেজ ডিলিট হওয়া অসম্ভব কিছু না। হটাৎ ভুল করে ডিলেট বাটনে চাপ লাগলে বা ডিভাইসটি পরিবর্তন করলে প্রায় সময় এই আমরা এই সমস্যায় পরে থাকি।
তবে ক্লাউড-বেসড ব্যাকাপ সল্যুশনটি অ্যান্ড্রয়েড ডিভাইসে রয়েছে, যার ফলে আমরা এর মাধ্যমে হারিয়ে ফেলা মেসেজ গুলি ফিরে পেতে পারি। হোয়াটসঅ্যাপ এর এই ব্যাকাপ ফিচারটি চালু করে দিলে একবার তা নিয়মিতভাবে হোয়াটসঅ্যাপ এর সকল মেসেজ গুলি ব্যাকাপ নিয়ে থাকে। এটি প্রতিবার শুধুমাত্র নতুন মেসেজগুলির ব্যাকাপ গ্রহণ করে থাকে, অর্থাৎ একই মেসেজ বারবার বা একাধিকবার ব্যাকাপে জমা করে না। এতে হোয়াটসঅ্যাপ এর স্টোরেজ নষ্ট হয় না।
এই ব্যাকাপ ফিচারটি চালু করার ফলে, এটি টেক্সট এর পাশাপাশি ছবি ও ভিডিও মেসেজ গুলিও ব্যাকাপ নিয়ে থাকে। এই ব্যাকাপ ফিচারটি চালু করার জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ এপপ্সের সেটিং এ প্রবেশ করে Chats অপসন থেকে Chat Backup অপশনে ট্যাপ করলে আপনি চ্যাট ব্যাকাপ নেওয়ার অপশনটি পেয়ে যাবেন।
উল্লেখ্য যে, আপনার যদি চ্যাট আগে ব্যাকাপ নেওয়া না থাকে সেক্ষেত্রে ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনা সম্ভব না। তাই আপনি যদি এখনো হোয়াটসঅ্যাপ এর ব্যাকাপ ফিচার অপসন টি চালু না করে থাকেন তাহলে এখনই ফিচারটি চালু করে নিন।
যদি আপনার ব্যাকাপ ফিচার অপশনটি চালু থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনতে পারবেন খুব সহজে।
হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়া বা ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনার পদ্ধতিঃ
প্রথমে আপনার ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ এপপ্সটি আনইন্সটল করে দিন।
এরপর গুগল প্লেস্টোর থেকে পুনরায় হোয়াটসঅ্যাপ এপপ্সটি ডাউনলোড করে তা ইন্সটল করুন। এপপ্সটি ইন্সটল করার হয়ে গেলে। এপপ্সটি ওপেন করে আপনার ফোন নাম্বার ও নাম প্রদান করে লগইন করুন। এপপ্সটি ইন্সটল করার সময় গুগল ড্রাইভ থেকে চ্যাট “Restore” এর অপশনটি দেখতে পাবেন। “Restore” অপশনে ট্যাপ করে রিকভারি অপশনটির প্রসেস শুরু করুন।
আপনার ডাটা গুলি রিকভার সম্পন্ন হওয়ার পর। আপনি অন-স্ক্রিন ইন্সট্রাকশন অনুসরণ করে আপ্পসটির ইন্সটলেশন সম্পন্ন করুন।
উল্লেখিত প্রক্রিয়া গুলি অনুসরণ করে আপনি আপনার পুরোনো সব মেসেজ ও মিডিয়াসমূহ আপনার চ্যাট লিস্টে দেখতে পাবেন।
প্রযুক্তি বিষয়ক সর্বশেষ তথ্য সরাসরি পেতে আমাদের ব্লগটি ফ্রি সাবস্ক্রাইব করুন!
No comments